Main Menu

চিত্রকর

Started by Jupiter Joyprakash, July 31, 2014, 12:19:18 PM

Previous topic - Next topic

0 Members and 2 Guests are viewing this topic.

Jupiter Joyprakash

চিত্রকর
************
লিওনার্দো এঁকেছিলেন
মোনালিসার স্মাইল
কি ছিল সেই হাসির মানে
কেন এমন স্টাইল?
ছেলেবেলায় ড্রয়িং টিচার
বলেছিলেন ডেকে
নোবেল পাবি, দেখিয়ে দিলে
এমন ছবি এঁকে।

মোনালিসার চেহারা নয়
মোটেও তেমন ভালো
আঁকলাম মিস ইউনিভার্স
রূপে ভুবন আলো
মোনালিসার মতই হাসি
তাহার মুখে এঁকে
নোবেল এবার পাবই আমি
বলে বেড়াই হেঁকে।

স্যারের হাতে পড়ল যখন
আমার 'মোনালিসা'
স্তব্ধ হয়ে থাকেন চেয়ে
খুঁজে না পান দিশা
নেড়ে দেখেন চেড়ে দেখেন
চোখের কাছে রেখে
"কে এঁকেছে এমন ছবি"
বলেন শেষে হেঁকে।

"এই যে আমি" বলে আমার
যেমনি না হাত তোলা,
মাথার উপর পড়ল চাঁটি
দুই কানে কান মলা।
বললেন স্যার "ভুতের ছানা
ভাগবে ছবি দেখে"
সেদিন থেকে আর আঁকি না
কি আর হবে এঁকে!!