Menu

Show posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.

Show posts Menu

Messages - Jupiter Joyprakash

#61
ইতিহাস রিপিট হয়।
একদা নবী মহম্মদ যখন মূর্তিপূজার বিরুদ্ধে তাঁর এক আল্লাহ তত্ব প্রচার শুরু করলেন তখন বেশ কিছু মৌলবাদী মূর্তিপূজক তাঁর পিছনে লেগে গেছিল। এদের হাত থেকে বাঁচার জন্য মহম্মদ কাবাঘরে রাত কাটাতেন। সে সময়ে কাবাঘরে মারামারি নিষেধ ছিল। অবশ্য পরে যখন তিনি অস্ত্র হাতে মক্কা দখল করলেন তখন প্রাণ বাঁচাতে কাবাঘরে আশ্রয় নেওয়া কয়েকজনকে সেখানেই খতম করা হয়। (সত্য সেলুকাস! কি বিচিত্র এই মহামানব!)

মক্কায় মহম্মদের চাচা ছিলেন আবু তালিব। ইনি ছিলেন একজন সম্মানিত মূর্তিপূজক। মহম্মদকে বাঁচানোর জন্য ইনি নিজের ছেলেদের পর্যন্ত মহম্মদের বডিগার্ড নিয়োগ করে দিয়েছিলেন। অবশ্য মহম্মদের ধর্ম অনুসারে এই লোকটি একজন নিকৃষ্ট জীব। (সত্য সেলুকাস!)

মক্কা ত্যাগ করে মহম্মদ যখন মদীনায় গেলেন তখন তিনি দুর্বল সংখ্যালঘু। সব সংখ্যালঘুরাই যা করে তিনিও তাইই করলেন। ধর্মীয় স্বাধীনতাকে অতি গুরুত্বপূর্ণ বলে দাবী করলেন। অবশ্য মক্কা দখল করার পরে তিনি কাবার সমস্ত মূর্তি ভেঙে এবং বিধর্মীদের কাছে জিজিয়া আদায় করে প্রমাণ করেছিলেন ধর্মীয় স্বাধীনতা আসলে কি বস্তু। (সত্য সেলুকাস!)

ভোটের মুখে একদিকে নাস্তিক+ আম পাব্লিক, অন্যদিকে ছাগু+ আম মুসলিম এর মাঝে সংখ্যালঘু হয়ে পড়ায় এখন হাম্বা সরকার বাংলাদেশে মদীনা সনদ নিয়ে এসেছে। এর মধ্যে বুদ্ধিমানের জন্য আছে অনেক নিদর্শন। রাজাকার, নাস্তিক, আমজনতা, সকলের থেকেই গোটাকয়েক করে হাজতে রেখে তিনি বেশ ভালই ব্যালান্স বানিয়েছেন। আজ বার বার আলেকজান্ডার ডেনড্রাইট এর কথা মনে পড়ছে। BAL নিয়ে তেনার স্ট্যাটাস পড়ে প্রায়ই হাসিতামাশা করতাম।


17/04/2013
#62
আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই

এইটি যখন মাইক লাগিয়ে চিল্লানো হয় তখন তো অনেকেরই ধর্মানুভূতি আহত হবার কথা। তাই অবিলম্বে মসজিদে মাইক ব্যবহার বন্ধ করার দাবী জানালাম। আশা করি ধর্মানুভূতির এজেন্টরা একমত হবেন।


26/03/2013
#63
আজি এ প্রভাতে রবির কর
আসিয়া পড়িল টাকের পর
কেমনে আসিল ভরা চুল মাঝে
সুয়েজ খালের ফাঁক?
না জানি কেন রে চুল ঝরে ঝরে
মাথায় পড়িছে টাক।

ওরে, মাথায় পড়িল টাক
ওরে, উথলি উঠিছে বারি
চুল হারানোর বিপুল বেদনা
ধরিয়া রাখিতে নারি।

চুলের চিন্তা চুলকাই মাথা
আরো চুল তাতে পড়িছে খসে
তেল মাখি, নাকি শ্যাম্পু লাগাই
গালে দিয়া হাত ভাবি যে বসে।

হেথায় হোথায় পাগলের প্রায়
ঘুরিয়া ঘুরিয়া খুঁজিয়া বেড়াই
কার কাছে যাই? কোথা গেলে পাই
দাবাই চুল পড়ার!

03/02/2013
#64
ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত। আর সেও ধ্বংস হোক।
আসমানী কিতাব অনুসারে এটি বলেছেন আল্লা।

আল্লা যখন 'হও' বলেন তখনি তা হয়ে যায়।
আসমানী কিতাব অনুসারে এটিও বলেছেন আল্লা।

এতদ্বারা প্রমাণিত হইল- আসমানী ট্রেন ও প্রায়ই লেট করে।


05/01/2013
#65
আসতে পারি স্যার?

প্রশ্ন শুনে ছাগুচিফ তেনার খুর লাগানো চেয়ারে সাড়ে তিন পাক দিয়ে দরজার দিকে তাকালেন। দেখলেন দরজায় এক অভিজাত ছাগু দাঁড়িয়ে। তাঁর চেহারা দেখেই ছাগুচিফ আনন্দে লাফ দিয়ে উঠে এগিয়ে গেলেন।

"আসুন কাউন্ট ছাগুলা! আপনার জন্যেই তো সব কাজ ফেলে অপেক্ষা করছিলাম।"
অভিজাত ছাগু এতখানি বোগদাদী তৈল পেয়েও কোনো উল্লাস দেখালেন না। পরিষ্কার বোঝা গেল এই রকম তেল তিনি নিয়মিত পেতে অভ্যস্ত। শুধু বললেন, "কাউন্ট ছাগুলা নয়, আমি ডিউক ছাগুলা। আমার ভাই ছিল কাউন্ট ড্রাকুলা। এবার তবে কাজের কথা শুরু করুন। আমাকে এর পর আবার কিছু শিং ওয়ালার সম্মেলন করতে যেতে হবে।

ছাগুচিফ তাঁর শিং এর গোড়া চুল্কাতে চুল্কাতে বললেন, " দেখুন, মহামান্য গোয়া বলেছেন আপনার কাছে আমরা অনেক কিছু আশা করতে পারি। তো কাজের কথা যখন এলই, তখন আপনার জীবনের সবচেয়ে বড় কাজ কী সেইটা যদি বলেন।"

প্রথম কথা তো কাজের ছোটো-বড় হয় না। আর আমার সবই বড় কাজ। ছোটো কাজ আমি করি না। আশা করি এইটুকু জানা আছে বলেই আপনারা আমার কাছে কিছু আশা করতে পেরেছেন।

শুনেছি আপনি খুব ভালো গল্প লেখতে পারেন। এত ভালো লেখেন যে লোকে সেসব গল্প বলে বোঝেই না। তো আপনাকে যদি আমরা ১০০ গ্রাম মেটেরিয়াল সাপ্লাই দিই তবে তার থেকে এক কেজি গল্প প্রোডাকশন করতে পারবেন?

সেতো আমি হামেশাই করে থাকি। তবে আমি কিন্তু কাঁঠালপাতায় পেমেন্ট নিই না। বুঝতেই পারছেন, হিউম্যান কারেন্সিতে না থাকলে মানুষ আমাকে বিশ্বাস করবে না। আর আমার গল্পও সত্য সংবাদ এর পাতায় ছাপা হবে না।

ছাগুচিফ বললেন, এইটা আমার পক্ষে কিছু বলা সম্ভব না। আসলে আমিও হিউম্যান কারেন্সি পাই না। এজন্য আমাদের একবার মহামান্য গোয়ার ছাগবাজারে যাওয়া লাগবে। আর ইয়ে স্যার! বলছিলাম যে আপনার যদি হয়ে যায়তো ওনারে আমার ব্যাপারে এট্টু বলে দেবেন? আমিও কাঁঠালপাতার পেমেন্ট পছন্দ করি না। কাঁঠালপাতা খেতে ভালো, কিন্তু তাতেতো হূর বা গেলমান কেনা যায় না।

ডিউক ছাগুলা চোখ টিপে বললেন, সেইটা নির্ভর করবে আপনার সার্ভিসের উপর।

ছাগুচিফ আর কিছু না বলে কোমরের বেল্ট খুলে ফেলে পিছন ফিরে বললেন I am always at your service SIR.

এর পরে যা ঘটল তা ইতিহাসে আগে কখনো ঘটেনি। চিফের সার্ভিসে মারাত্মক খুশি হয়ে ডিউক আর হিউম্যান কারেন্সির কথাই তুললেন না।



14/07/2012
#66
ঈশ্বরকে আমার মনে হয় সেই বস এর মতন, যাকে তেল দিয়ে চললে স্বর্গে আর তেল না দিলে নরকে ট্রান্সফার করে দেবার ভয় দেখান। যদিও নিয়মিত মাইনে দেবার বেলায় তাঁর উৎসাহ খুবই কম। তিনি নাকি মাইনে না দিয়ে মানুষকে পরীক্ষা করেন।

সর্বগ্যানী যদি দিনরাত পরীক্ষা করেন, তবে আমরা পরীক্ষা করতে চাইলে কি এমন দোষ হয় বুঝি না। এর থেকে বোঝা যায় যে সর্বগ্যানী হবার আগে এবং পরেও পরীক্ষা করতেই হয়। আমিও ঈশ্বরকে দিনরাত শ্রাদ্ধ করে পরীক্ষা করেছি। সেই পরীক্ষার ফলাফল বলছে তিনি কিস্যুই করতে পারেন না। এই পরীক্ষা আরো অনেক দিন চলবে। আশা করি আরো অনেকে এই পরীক্ষা করে দেখবেন।


04/01/2012
#67
হরি হে তুমিই সত্য
বাকি সব অপদার্থ
মাটিতে করিয়া গর্ত
নোনা জলে ভরালে......

তোমার নাই আদি অন্ত
দিলে গাদা ধর্মগ্রন্থ
বানাইয়া সাধুসন্ত
মাঠে ঘাটে ঘোরালে......

কি আর তোমারে বলি
এসে গেল ঘোর কলি
বন্ধ হইল নরবলি
পূণ্যলোপ করালে.......

কি বলি মনের ভাব
লিখি শুধু আবজাব
যেমন ঈশপ সা'ব
লেখে তার মরালে........


29/12/2011
#68
লালু একখানা রেডিও বানিয়েছে। তাতে FM সার্কিট লাগায় নাই। একদিন কি খেয়াল চাপল, FM শুন্তে গিয়ে রেগে রেডিওখানা লাথি মেরে ভেঙে দিয়ে আগুনে ফেলে দিয়ে এল। বললে, ফালতু রেডিও। 
কান্ড দেখে সবাই বল্ল, "নিঃসন্দেহে লালুর মাথায় গোলমাল আছে"।

ঈশ্বর কিছু মানুষ বানালেন। যাদের মাথায় তেনার অলৌকিক বাণী ধরার এন্টেনা লাগান নাই। একদিন কি খেয়াল চাপল, ভূমিকম্প আর বন্যা দিয়ে তাদের মেরে নরকের আগুনে ফেলে দিলেন।
কান্ড দেখে সবাই বললে "নিঃসন্দেহে ঈশ্বর মহান"।


14/12/2011
#69
রিয়েল গাধাকে যদি কেউ পরকালে ঘাস দেবার কথা বলে পোষ মানাতে চায় তো গাধা কোনোদিন সেই কথায় বিশ্বাস করে পোষ মানবে না। অন্যদিকে ধর্মগাধা যে শুধু বিশ্বাস করে পোষ মানবে তাই না, অন্যদেরও ডেকে আনা শুরু করবে।

12/12/2011
#70
মহা উন্মাদ কোরানের বাণী পেতেন বিভিন্ন ভাবে যেমন
১) স্বপ্নে।
২) অজ্ঞান অবস্থায়।
৩) পর্দার আড়াল থেকে কথা।
৪) ফেরেস্তা এসে সজ্ঞানে বলে যেত। (৬০০ ডানাওয়ালা জিব্রাইল সাত আসমান পার হয়ে কিভাবে আসত তা আল্লাই ভালো জানেন।)

এইভাবে পাওয়া কথাগুলি নিয়ে কোরান তৈরী হয়েছে। কিন্তু মেরাজে গিয়ে সরাসরি আল্লার কাছ থেকে পাওয়া কথাগুলি কোরানে না থাকার কারণ কি?

20/11/2011
#71
শয়তান যখন আল্লাকে প্রশ্ন করেছিল যে আদম কোন হিসাবে ফেরেস্তাদের চেয়ে উন্নত তখন আল্লা তার কোনো উত্তর না দিয়েই তাকে স্বর্গ থেকে বের করে দিয়েছিলেন। সেদিন থেকেই শয়তান আদমের শত্রু।

তার পর থেকে মানুষকে শয়তানের থেকে দূরে রাখার জন্য আল্লা ক্রমাগত হুমকি ধমকি সমেত উপদেশ দিয়ে চলেছেন। সেই উপদেশ না শুনলে নরকের আগুনে পোড়াবেন।

এর চাইতে কি শয়তানের এই একটি প্রশ্নের উত্তর দিয়ে তাকে শান্ত করা বেশি কঠিন ছিল? মানুষের জন্য হাজার হাজার সহজ উপদেশ আর কঠিন শাস্তির ফিরিস্তি না দিয়ে যদি শয়তানের এই একটি প্রশ্নের উত্তর সহজ করে দেওয়া যেত, কিম্বা তাকেই কঠিন শাস্তির হুমকি দেওয়া হত তবে তো অনেক সুবিধা ছিল।
-------------
গাঁজা গল্প ততদিনই লোকে বিশ্বাস করে যতদিন প্রশ্ন করতে না শেখে।


19/11/2011
#72
নিয়মিত বাঁশ খেয়ে আজকাল আল্লার মুমিন বান্দারা বলতে শুরু করেছে যে অন্যের বিশ্বাসে আঘাত দেওয়া বেজায় খারাপ কাজ। তবে মহা-উন্মাদ যখন কাবার মূর্তিগুলো ভেঙেছিল তখন মোটেই খারাপ কাজ করেনাই। কারণ সে উন্মাদ হলেও নাস্তিক ছিল না।

18/11/2011
#73
আজ যদি আপনাকে বিনা দোষে পুলিশে ধরে পিটানি দেয় তবে সরকারকে ধন্যবাদ দিন। অন্তত বিনাদোষে গুলি তো করে নাই।

অবাক লাগছে? তবে ধর্মের বাণী শুনেন-
আমি এক বেলা ভাত পাই না সেজন্য ঈশ্বরকে ধন্যবাদ। সোমালিয়ার মতন না খেয়ে তো মরি না।


12/11/2011
#74
ভগবান, গড, আল্লা (সংক্ষেপে ভগা) সমস্ত কিছু জানেন। তার পরেও তিনি মানুষকে কয়েক হাজার বছর ধরে পরীক্ষা করেই চলেছেন। সেই পরীক্ষা কবে শেষ হবে তার কোনো হদিশ পাওয়া যায় না।
যিনি সমস্ত কিছু যানেন তিনিই যদি এমন করেন তবে আমার মতন বেকুব নাস্তিক দুটো প্রশ্ন করলে কিম্বা কোনো একটা কিছুকে পরীক্ষা করে দেখতে চাইলে ভগার চামচা-রা ক্ষ্যাপে কেন? ভন্ডামি ধরা পড়ে যাবে বলে???


06/11/2011
#75
আস্তিকদের তুলনায় নাস্তিকেরা চিরকালই বেকুব। কারণ নাস্তিকেরা কোনো প্রশ্নের উত্তর জানা না থাকলে 'জানিনা' বলে স্বীকার করে। আর আস্তিকেরা সেই ক্ষেত্রে গ্যানী উত্তর দেয় - 'ইহা উপরওয়ালা করেন'।
এই পদ্ধতিতে আপনিও পরম জ্ঞানী হতে পারবেন খুব সহজে। যেকোনো প্রশ্নের উত্তরে কেবল বলবেল ' এটি ঈশ্বর করেন।' যেকোনো দাবীর উত্তরে বলুন প্রার্থনা করতে। যেকোনো বিফলতার কারণ হিসাবে বলুন 'ঈমানে কমতি আছে'।

প্রমাণ চাইলে বলবেন আপনি এসব স্বপ্নে জেনেছেন। আপনার স্বপ্নের উপর কোনো প্রশ্ন তুললে টেনে এক থাবড়া দেবেন। সেই ক্ষমতা না থাকলে যত পারেন আজগুবি ভয় দেখাবেন। ভয় দেখিয়ে কাজ না হলে তার সাথে কথা বলাই বন্ধ করে দিন। বাকিদের বোঝান যে আজগুবি কথায় ভয় না পাওয়া পাগলের লক্ষন।

04/11/2011