Main Menu

মহাকবি

Started by Jupiter Joyprakash, October 27, 2014, 06:30:35 PM

Previous topic - Next topic

0 Members and 1 Guest are viewing this topic.

Jupiter Joyprakash

মহাকবি

********************

ইচ্ছে ছিল কাব্য লিখে মস্ত বড় কবি হয়ে
আমিও পাব নোবেল প্রাইজ ভবিষ্যতের 'রবি' হয়ে
হাজার লোকের ঘরে ঘরে
দেয়াল থেকে পেরেক ধরে
দুলব আমি বাত্তাস খেয়ে ক্যালেন্ডারের ছবি হয়ে।।

মনের ছবি আঁকি খাতায় কলম দিয়ে, নাই তুলি
ভাবের ঝোঁকে সাদা কাগজ আঁধার করে তাই তুলি
মগজ যখন লাগে ফাঁকা
বন্ধ করে পেনের ঢাকা
দুহাত দিয়ে মুখের কাছে চুটকি মেরে হাই তুলি।।

মাথা যখন ভর্তি থাকে কেবল লিখে যাই হরি
ঘুমের সময় ঘুমাই শুধু, খাবার সময় খাই হরি
এরই মাঝে খাতার 'পরে
দোয়াত গেল উলটে পড়ে
কাব্য হল কালিবরণ, উপায় কিছু নাই হরি।।

সেদিন থেকে অনের মাঝে জপছি শুধু "জয় কালি"
তোমায় ছাড়া কাব্য বলো কেমন করে হয় কালি!
কোনোক্রমে কাগজ ছেড়ে
বোতল মাঝে এসো ফিরে
একটু কৃপা করো আমায় নইলে যে আর নয় কালি!!

এমনি করেই হারিয়ে গেছে কাব্য লেখার খেইটুকু
টুকরো কিছু লিখি আজও, মাথায় আছে যেইটুকু
বলার কথা আছে কত
কে আর বসে শুনবে অত
বাধ্য হয়ে থামতে হল বলে কেবল এইটুকু
"যেসব কথা বলার ছিল রইল বাকি সেইটুকু"।।