লজেন্স খান, বয়স কমান।

Started by Jupiter Joyprakash, March 29, 2014, 07:35:41 AM

Previous topic - Next topic

0 Members and 1 Guest are viewing this topic.

Jupiter Joyprakash

আবার এক দারুণ ব্যবসার রেসিপি। ১) বিজ্ঞাপন দিন-
"১০০ টি লজেন্স খেয়ে ১ বছর বয়স কমান।"প্রাচীন আরবীয় পদ্ধতিতে প্রস্তুত করা ছোট্ট-বাবু লজেন্স। বয়স কমানোর অব্যর্থ উপায়। ২) যেকোনো লজেন্স কারখানায় অর্ডার দিয়ে লজেন্স বানান। সেগুলোর মোড়কের গায় যেন ১-২-৩-৪-৫- করে ১০০ অবধি নম্বর দেওয়া থাকে। পর পর খাওয়ার জন্য। রোজ একটি করে খেতে হবে। ৩) প্রথম দিকের লজেন্স গুলো খেতে বেশ ভালো হতে হবে। যতো দিন যাবে ততোই যেন বিশ্রি হয়। ৪) এবারে লজেন্স খাওয়ার তরীকা লিখুন প্রাচীন আরবি ভাষায়। সঙ্গে অনুবাদও দিতে পারেন। তবে খুদে খুদে করে লিখে দেবেন যে অনুবাদের সঠিক হওয়ার কোনো নিশ্চয়তা নাই। ৫) বিফলে মূল্য ফেরত দেওয়ার গ্যারান্টি দিন। =================================== এতে কাজ হয়নি বলে কেউ মূল্য ফেরত চাইলে বলুন ১) আপনি কি গুনে গুনে ১০০ টাই খেয়েছেন? প্রমাণ কি? মানুষ মাত্রেই ভুল করতে পারে। আর একবার ভাল করে খেয়ে দেখুন। নিশ্চয় কাজ হবে। ২) আপনি কি ছহি তরীকা অনুসারে খেয়েছিলেন? সম্ভবতঃ না। ভাল করে মূল ভাষায় তরীকা পড়ুন। বার বার পড়তে থাকুন। ঠিক একদিন আপনার ভুল বুঝতে পারবেন। আশা করি এর পর আর সমস্যা থাকবে না। খদ্দের মন দিয়ে আরবি শিখবে, তারপর তরীকা পড়তে আর বুঝতেই থাকবে। পুরোটা বোঝার আগেই একদিন মারা যাবে।