শ্যাওড়া গাছে ভূতের ছানা

Started by Jupiter Joyprakash, May 10, 2013, 05:48:21 PM

Previous topic - Next topic

0 Members and 10 Guests are viewing this topic.

Jupiter Joyprakash

 
শ্যাওড়া গাছে ভূতের ছানা (একটি ভৌতিক বাউল গীত)

তারে ধরি ধরি মনে করি,
ধরতে গেলে আর পেলেম না
দেখেছি শ্যাওড়া গাছে ঠ্যাং দোলানো ভূতের ছানা।

ক্যামেরা বাগিয়ে হাতে
জেগে আছি নিশুত রাতে
ছবি নেব হাতে হাতে, মিস হবেনা
ছবি তুলি তুলি মনে করি তুলতে গিয়েও আর হলনা
দেখেছি শ্যাওড়া গাছে ঠ্যাং দোলানো ভূতের ছানা
দেখেছি শ্যাওড়া গাছে ঠ্যাং দোলানো ভূতের ছানা।।

তার পানে চেয়ে চেয়ে
গাছে উঠি মই লাগিয়ে
তবু সে ফোকাস হয়ে আর আসেনা
তারে ধরিতে না পারি যদি নোবেল পাওয়া আর হবেনা
দেখেছি শ্যাওড়া গাছে ঠ্যাং দোলানো ভূতের ছানা।
দেখেছি শ্যাওড়া গাছে ঠ্যাং দোলানো ভূতের ছানা।।

পথিক কয় ভাবিস নারে
একদিন যাবিই মরে
মরে যাওয়া আটকাতে তো কেউ পারেনা
সেদিন নোবেল নাহয় নাই বা পেলি ভূতের অভাব আর রবেনা
দেখেছি শ্যাওড়া গাছে ঠ্যাং দোলানো ভূতের ছানা।
দেখেছি শ্যাওড়া গাছে ঠ্যাং দোলানো ভূতের ছানা।

তারে ধরি ধরি, মনে করি,
ধরতে গেলে আর পেলেম না