Menu

Show posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.

Show posts Menu

Messages - ওয়াশিকুর বাবু

#61
কটূক্তি ১৫- ইসলাম বা নবীকে নিয়ে কটাক্ষ করলে মুসলিমরা তার প্রতিবাদে রক্তপাত করে। এটা কি গ্রহণযোগ্য?

দাঁত ভাঙা জবাবঃ ইসলাম বা নবীকে কটাক্ষ করা মানে ১৫০ কোটি মুসলিমের অনুভূতিকে আহত করা। এ অপরাধ ক্ষমার অযোগ্য...

কটূক্তি ১৬- মুসলিমরাও তো অন্যান্য ধর্মকে ঠিকই কটাক্ষ করে। এতে অসংখ্য বিধর্মীদের অনুভূতি আহত হয় না?

দাঁত ভাঙা জবাবঃ দেখুন কেউ ভ্রান্ত ধর্মে বিশ্বাস করলেই কি সেটাকে সম্মান জানাতে হবে? কারো বিশ্বাস যদি হাস্যকর হয় তাহলে সেটা নিয়ে হাসাহাসি করা যাবে না কেন...
#62
কটূক্তি ১৩- মুসলমানরা চোদ্দশ বছর পূর্বের জীবনবিধানে ফিরে যাওয়ার কথা বলে। যা আজকের যুগে অচল।

দাঁত ভাঙা জবাবঃ দেখুন ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যাবস্থা। এখানে সব সমস্যার সমাধান দেওয়া আছে।

কটূক্তি ১৪- কিন্তু মুসলমানরা ঠিকই বিধর্মীদের প্রবর্তিত আধুনিক জীবনযাপনের সুফল ভোগ করে...

দাঁত ভাঙা জবাবঃ দেখুন ইসলাম নমনীয় ধর্ম। এখানে পরিবর্তনের সুযোগ আছে...
#63
কটূক্তি ১১- ইসলামে ব্যাভিচারের শাস্তি মৃত্যুদণ্ড। দুজন ব্যাক্তি পরস্পরের ইচ্ছায় মিলিত হলে তাদের কেন মৃত্যুদণ্ড দিতে হবে? এটা কি অমানবিক নয়?

দাঁত ভাঙা জবাবঃ দেখুন যৌন স্বাধীনতা কখনোই গ্রহনযোগ্য হতে পারে না। এর ফলে পরকীয়া বৃদ্ধি পায়। তাছাড়া এর কারনে নারীরা মূলত স্বাধীনতার নামে পন্যে পরিণত হয়।

কটূক্তি ১২- ধর্ষণের মত জঘন্য যৌন অপরাধ কিভাবে গ্রহনযোগ্য হতে পারে?

দাঁত ভাঙা জবাবঃ দেখুন যুদ্ধবন্দিনীরা মুসলিমদের বিরত্বে মুগ্ধ হয়ে নিজেরাই মিলিত হত। এতে তারাও আনন্দ পেত সেটা কি আপনাদের চোখে পড়েনা? আর দাসীদেরকে তো ভরণপোষণ দিতে হত। এর ফলে তারা নিরাপত্তা পেত। সম্মানের সাথে বসবাস করতে পারত...
#64
কটূক্তি ৯- মুসলমানরা ভিন্ন দেশের মুসলিমদের উপর নির্যাতনের জন্য প্রচুর সমালোচনা করে অথচ নিজ দেশে অমুসলিমদের উপর নির্যাতনের বিষয়ে উচ্চবাচ্য করেনা।

দাঁত ভাঙা জবাবঃ দেখুন আল্লাহ কোরানে মুসলিমদের ভাই হিসেবে আখ্যায়িত করেছেন। ভাইদের প্রতি বেশি টান থাকাই তো স্বাভাবিক তাই না?

কটূক্তি ১০- মুসলিমরা একে অপরের ভাই হলে নিজেদের মধ্যে এত বিভক্তি কেন? কেন এত হানাহানি, রক্তারক্তি?

দাঁত ভাঙা জবাবঃ দেখুন নবীজি নিজেই বলেছেন, মুসলিমরা ৭৩ ভাগে বিভক্ত হবে। তাই মুসলিমদের মধ্যে বিরোধ নবীর বক্তব্যের সত্যতা প্রমান করে...
#65
কটূক্তি ৭- হাদীসে নারীদের নিয়ে অনেক আপত্তিকর বক্তব্য আছে। নারীকে ঘোড়া, কুকুরের সাথে তুলনা করা হয়েছে; পুরুষের জন্য অশুভ বলা হয়েছে; স্ত্রীকে প্রহারের অনুমতি দেওয়া হয়েছে। কোন পয়গম্বর কি এরকম জঘন্য কথা বলতে পারেন?

দাঁত ভাঙা জবাবঃ দেখুন আল্লাহ নিজে কোরানকে সংরক্ষিত করলেও হাদিসকে করেননি। হাদীসগুলোতে মানুষের হস্তক্ষেপ হয়েছে তাই এগুলোতে ভুল ভ্রান্তি থাকা স্বাভাবিক। তাছাড়া ইহুদি-নাসারারা ষড়যন্ত্র করে অনেক ভুল তথ্য ঢুকিয়ে দিয়েছে। তাই হাদীস বাদ দিয়ে কোরানেই মনোযোগি হতে হবে। কোরানই ইসলামের আসল উৎস...

কটূক্তি ৮- কোরানে নারীকে শস্যক্ষেত্রের সাথে তুলনা করা হয়েছে।

দাঁত ভাঙা জবাবঃ বিচ্ছিন্ন ভাবে একটা আয়াত তুলে দিয়ে কোরানের ভুল ধরলেই তো হবেনা। কোন প্রেক্ষিতে এই আয়াত নাজিল হয়েছে তা জানতে হবে। এর জন্য হাদীস পড়তে হবে...
#66
কটূক্তি ৫- ইসলামে যাচাই-বাছাই করার সুযোগ নেই। জন্মসূত্রে প্রাপ্ত ধর্মকে আঁকড়ে ধরে রাখতে হবে। ধর্ম ত্যাগ করলেই কতল...

দাঁত ভাঙা জবাবঃ দেখুন ধর্মত্যাগী হওয়া মানে নিজ পরিবার, গোত্রের সাথে বেঈমানি করা। আপনি কি জন্মভূমি যাচাই বাছাই করেন নাকি জন্মসূত্রে পান? কিছু কিছু বিষয় আছে যাবতীয় প্রশ্নের ঊর্ধ্বে। ধর্মও তাই।

কটূক্তি ৬- ইসলামে অন্য ধর্মানুসারীদের জাহান্নামি বলা হয়েছে। কিন্তু জন্মসূত্রে প্রাপ্ত ধর্মের জন্য তো কেউ দায়ী নয়। তাহলে কেন ভাল কাজ করেও বিধর্মী মাত্রই জাহান্নামি হবে?

দাঁত ভাঙা জবাবঃ জন্মসূত্রে প্রাপ্ত ধর্মই কেন কেউ আঁকড়ে ধরে থাকবে? তার কি বিচার বিবেচনা নেই? সে কি ভাল মন্দের পার্থক্য বোঝে না?
#67
কটুক্তি ৩- ইসলামে যুদ্ধবন্দিনী ও দাসী ধর্ষণ বৈধ।

দাঁত ভাঙা জবাবঃ দেখুন অতীতের প্রক্ষাপটে কে কি করেছে এ প্রসঙ্গ তোলা এখন অবান্তর। বর্তমানে মুসলমানরা তো আর দাসী ধর্ষণ করছে না।

কটুক্তি ৪-এখনো বিশ্বের অনেক জায়গায় মুসলিমরা হিল্লা বিয়ে ,মেয়েদের খৎনা এসব বর্বর প্রথার চর্চা করছে।

দাঁত ভাঙা জবাবঃ বর্তমানের মুসলিমরা কোন অপকর্ম করলেই তার জন্য ইসলাম দায়ী হবে কেন? এরা সহী মুসলিম নয়। আমাদের দেখতে হবে নবী ও তার সাহাবীরা কিভাবে ইসলাম পালন করতেন...
#68
আসুন নাস্তিকদের কটূক্তির বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেই...

কটূক্তি ১- মুহাম্মদ কাবায় স্থাপিত পৌত্তলিকদের মূর্তি ভেঙেছে, পালক সন্তানের বিধান বাতিল করে পালক পুত্রের স্ত্রীকে বিবাহ করেছে, নারীদের উপর পর্দা চাপিয়ে দিয়েছে...

দাঁত ভাঙা জবাবঃ দেখুন কোন প্রথা বা আচার সমাজে প্রচলিত হলেই তা কল্যাণকর হয় না। আমাদের মনে রাখতে হবে মুহাম্মদ (সঃ) ছিলেন সর্বকালের শ্রেষ্ঠ সমাজ সংস্কারক। তিনি অনেক প্রথা বাতিল করে নতুন বিধান দিয়েছিলেন সমাজ পরিবর্তনের স্বার্থে। তার প্রতিটি পদক্ষেপের পিছনেই সুদূরপ্রসারী কল্যান নিহিত...

কটূক্তি ২- মুহাম্মদ যুদ্ধবন্দীনিদের ধর্ষণ করেছিল; একাধিক পত্নী, উপপত্নী, দাসী রেখেছিল; নাবালিকা বিয়ে করেছিল; অমুসলিমদের হত্যা অথবা নির্বাসিত করেছিল...

দাঁত ভাঙা জবাবঃ নাস্তিকরা আসলেই বেকুব। আরে এসব প্রথা তো তৎকালীন আরবেই প্রচলিত ছিল। সময়ের প্রয়োজনে প্রচলিত কোন প্রথা অনুসরণ করলে তাঁর দোষ কোথায়? আসলে ইসলাম বিদ্বেষী হলেও নাস্তিকগুলা ইসলাম সম্পর্কে কিছুই জানেনা...