Main Menu

কবিতা

Started by Jupiter Joyprakash, May 06, 2013, 05:21:00 PM

Previous topic - Next topic

0 Members and 2 Guests are viewing this topic.

Jupiter Joyprakash

 আমার গামছা যেন সপ্তম স্বর্গের রুমাল
আমার পুরোনো জামা দেবতার বিজয় নিশান
আমার পকেটে ফুটো, যেন দ্বার খোলা আশমান
আমার অশ্রাব্য গালি, তারও মাঝে আছে সুর তাল

পরনিন্দুকের দল নিন্দা করে শ্রান্ত হয়ে যাক
আমার কাব্যের স্রোতে ভরে দেব এভিরিহোয়্যার
কবিতায় ধুয়ে যাবে ঘামে ভেজা আন্ডারওয়্যার
তারই ছন্দের সাথে তাল দেবে তেরে-কেটে-তাক

আমি এক পৃথিবীর কবি, তবু পরিচিত নই
নামে কিবা এসে যায়? কর্মেই সবার পরিচয়
সুকর্মে সুনাম পেতে লাগে যদি অধিক সময়
গালি দিয়ে অধিকার কেড়ে নিতে কভু ভীত নই