The Logical Forum

Bengali => Poetry => Topic started by: Jupiter Joyprakash on October 27, 2014, 06:11:51 PM

Title: চাঁদ
Post by: Jupiter Joyprakash on October 27, 2014, 06:11:51 PM
পাশের বাড়ির ছাদে  কে বসে ওই কাঁদে?
দেখতে গেলে পড়তে পারি হয়তো কোনো ফাঁদে।

ফাঁদে পড়া পছন্দ নয় জানতে তবু ইচ্ছে তো হয়
ওপর থেকে দেখবো বলে চাইছি যেতে চাঁদে।

চাঁদের গাড়ির টিকিট কেটে, যাচ্ছি যখন এয়ারপোর্টে
পথের মাঝে মিছিল চলে বেদম জিন্দাবাদে।

কাউন্ট ডাউন ফিনিস করে রকেট যখন গেল উড়ে
আমি তখন পথের মাঝে ট্র্যাফিক জ্যামের ফাঁদে।

মনে এখন দুঃখ ভারি, করে আছি মুখটি হাঁড়ি
ভাবছি এবার কাঁদব বসে নিজের বাড়ির ছাদে।

ওপর থেকে দেখবে ওরা, যাচ্ছে যারা চাঁদে।।