নাস্তিকদের বেকুবি প্রমাণিত হতে চলেছে

Started by Jupiter Joyprakash, May 10, 2013, 06:13:38 PM

Previous topic - Next topic

0 Members and 1 Guest are viewing this topic.

Jupiter Joyprakash

নাস্তিকদের বেকুবি প্রমাণিত হতে চলেছে এই নূতন আবিষ্কারের ফলে
===================================

জগতে এমন অনেক কিছু আছে যা দেখা যায় নাঅথচ কেউ কেউ সেগুলি দেখেছে বলে দাবী করেযেমন ভূত প্রেত জ্বীন ভগবান, শয়তান ইত্যাদিঅনেকেই এইসব দেখতে পানকিন্তু বেশির ভাগ মানুষ এগুলি দেখতে পায় নাএগুলির ছবিও তোলা যায় নাতাই যাঁরা এগুলি দেখেন নাই তাঁদের মধ্যে এক দল মনে করেন এগুলি একেবারেই নাইঅন্যদলের ধারণা এনারা নিজে থেকে চাইলে তবেই এনাদের দেখা সম্ভবকিন্তু নাস্তিকেরা যে কেবল এইগুলি নাই বলেই থামে তা নয়, যারা এইসব দেখতে পান তাদের পাগল ছাড়া অন্য কিছু বলে মানতেই চায় নাঅবস্থা পালটে গেছে একটি মারাত্মক আবিষ্কারের ফলেএই আবিষ্কার না হলে আমরা কিছুতেই জানতে পারতাম না সেই রহস্য, কেন মাত্র কয়েকজন মানুষের চোখ এইসব জিনিস দেখতে পায়আজ পর্যন্ত আমরা যেসব অলৌকিক জীবের কথা শুনে এসেছি তারা হয়ত আর কিছুদিনের মধ্যেই সকলের চোখে ধরা পড়বেএকটি বিশেষ চশমা পরলেই আমরা সেইসব জিনিস দেখতে পাবো, যেগুলি দেখার সৌভাগ্য এতদিন কেবল কয়েকজন মানুষের হয়েছেসবকিছুর মূলে সেই মহান আবিষ্কারএর সবচেয়ে বড় অবদান হল এর পর আর অলৌকিক বলে কিছু থাকবে নানাস্তিক বলেও আর কিছু থাকবে নাকারণ তারা নিজের চোখেই দেখতে পাবেন ভূত ভগবান সব কিছুই

আবিষ্কারটি হল একটি নতুন ধরনের আলোকরশ্মিযেটি কোটি মানুষের মধ্যে হয়ত এক-দুই জনের চোখে ধরা পড়েএকদা যেমন অতিবেগুনী রশ্মির কথা আমরা জানতাম না সেই রকম এই রশ্মিটিও এতদিন সকলের অজ্ঞাত ছিলএতদিন আমরা যেসব অদৃশ্য জীব ইত্যাদির কথা জানতাম তারা এই রশ্মিটিতেই দেখা যায় বলে জানা গেছেএছাড়া বিভিন্ন অলৌকিক কথায় যেসব রশ্মিনির্মিত দেবতা, বা দেবদূত ইত্যাদির কথা পাওয়া যায় তারাও সম্ভবত এই রশ্মি দ্বারাই নির্মিতযার ফলে কোটিতে দু-এক জন এইসব গায়েবী জিনিসের জ্ঞান পেয়ে এসেছেন, এবং অন্যেরা তাঁদের কথা হেসে উড়িয়ে দিয়েছেএখনকার ক্যামেরাগুলিও এই রশ্মিতে ছবি তুলতে পারে নাতাই ঐসব এর ছবি তোলাও সম্ভব হয়নি

কিন্তু আর দেরি নেইরশ্মিটি যখন আবিষ্কার হয়েই গেছে তখন এর উপযুক্ত ক্যামেরা বানাতে বেশিদিন লাগব নাতারপর আমরা সকলেই দেখতে পাবো তাদের ফটো আর ভিডিওআর চশমা বের হয়ে গেলে ত কথাই নেইভূত থেকে ভগবান, সবই দেখা যাবে নিজের চোখেইঅবশ্য যদি তারা চশমা-পরা লোকের সামনে না আসে তাহলে কিছু করার নেই

আপাততঃ আসুন, আমরা সকলে অতিপেঁয়াজী রশ্মির আবিষ্কার নিয়ে চিন্তা করি
=======================