ফেসবুক স্ট্যাটাস সমগ্র

Started by Jupiter Joyprakash, August 01, 2014, 04:00:30 AM

Previous topic - Next topic

0 Members and 3 Guests are viewing this topic.

Jupiter Joyprakash

রিয়েল গাধাকে যদি কেউ পরকালে ঘাস দেবার কথা বলে পোষ মানাতে চায় তো গাধা কোনোদিন সেই কথায় বিশ্বাস করে পোষ মানবে না। অন্যদিকে ধর্মগাধা যে শুধু বিশ্বাস করে পোষ মানবে তাই না, অন্যদেরও ডেকে আনা শুরু করবে।

12/12/2011

Jupiter Joyprakash

লালু একখানা রেডিও বানিয়েছে। তাতে FM সার্কিট লাগায় নাই। একদিন কি খেয়াল চাপল, FM শুন্তে গিয়ে রেগে রেডিওখানা লাথি মেরে ভেঙে দিয়ে আগুনে ফেলে দিয়ে এল। বললে, ফালতু রেডিও। 
কান্ড দেখে সবাই বল্ল, "নিঃসন্দেহে লালুর মাথায় গোলমাল আছে"।

ঈশ্বর কিছু মানুষ বানালেন। যাদের মাথায় তেনার অলৌকিক বাণী ধরার এন্টেনা লাগান নাই। একদিন কি খেয়াল চাপল, ভূমিকম্প আর বন্যা দিয়ে তাদের মেরে নরকের আগুনে ফেলে দিলেন।
কান্ড দেখে সবাই বললে "নিঃসন্দেহে ঈশ্বর মহান"।


14/12/2011

Jupiter Joyprakash

হরি হে তুমিই সত্য
বাকি সব অপদার্থ
মাটিতে করিয়া গর্ত
নোনা জলে ভরালে......

তোমার নাই আদি অন্ত
দিলে গাদা ধর্মগ্রন্থ
বানাইয়া সাধুসন্ত
মাঠে ঘাটে ঘোরালে......

কি আর তোমারে বলি
এসে গেল ঘোর কলি
বন্ধ হইল নরবলি
পূণ্যলোপ করালে.......

কি বলি মনের ভাব
লিখি শুধু আবজাব
যেমন ঈশপ সা'ব
লেখে তার মরালে........


29/12/2011

Jupiter Joyprakash

ঈশ্বরকে আমার মনে হয় সেই বস এর মতন, যাকে তেল দিয়ে চললে স্বর্গে আর তেল না দিলে নরকে ট্রান্সফার করে দেবার ভয় দেখান। যদিও নিয়মিত মাইনে দেবার বেলায় তাঁর উৎসাহ খুবই কম। তিনি নাকি মাইনে না দিয়ে মানুষকে পরীক্ষা করেন।

সর্বগ্যানী যদি দিনরাত পরীক্ষা করেন, তবে আমরা পরীক্ষা করতে চাইলে কি এমন দোষ হয় বুঝি না। এর থেকে বোঝা যায় যে সর্বগ্যানী হবার আগে এবং পরেও পরীক্ষা করতেই হয়। আমিও ঈশ্বরকে দিনরাত শ্রাদ্ধ করে পরীক্ষা করেছি। সেই পরীক্ষার ফলাফল বলছে তিনি কিস্যুই করতে পারেন না। এই পরীক্ষা আরো অনেক দিন চলবে। আশা করি আরো অনেকে এই পরীক্ষা করে দেখবেন।


04/01/2012

Jupiter Joyprakash

আসতে পারি স্যার?

প্রশ্ন শুনে ছাগুচিফ তেনার খুর লাগানো চেয়ারে সাড়ে তিন পাক দিয়ে দরজার দিকে তাকালেন। দেখলেন দরজায় এক অভিজাত ছাগু দাঁড়িয়ে। তাঁর চেহারা দেখেই ছাগুচিফ আনন্দে লাফ দিয়ে উঠে এগিয়ে গেলেন।

"আসুন কাউন্ট ছাগুলা! আপনার জন্যেই তো সব কাজ ফেলে অপেক্ষা করছিলাম।"
অভিজাত ছাগু এতখানি বোগদাদী তৈল পেয়েও কোনো উল্লাস দেখালেন না। পরিষ্কার বোঝা গেল এই রকম তেল তিনি নিয়মিত পেতে অভ্যস্ত। শুধু বললেন, "কাউন্ট ছাগুলা নয়, আমি ডিউক ছাগুলা। আমার ভাই ছিল কাউন্ট ড্রাকুলা। এবার তবে কাজের কথা শুরু করুন। আমাকে এর পর আবার কিছু শিং ওয়ালার সম্মেলন করতে যেতে হবে।

ছাগুচিফ তাঁর শিং এর গোড়া চুল্কাতে চুল্কাতে বললেন, " দেখুন, মহামান্য গোয়া বলেছেন আপনার কাছে আমরা অনেক কিছু আশা করতে পারি। তো কাজের কথা যখন এলই, তখন আপনার জীবনের সবচেয়ে বড় কাজ কী সেইটা যদি বলেন।"

প্রথম কথা তো কাজের ছোটো-বড় হয় না। আর আমার সবই বড় কাজ। ছোটো কাজ আমি করি না। আশা করি এইটুকু জানা আছে বলেই আপনারা আমার কাছে কিছু আশা করতে পেরেছেন।

শুনেছি আপনি খুব ভালো গল্প লেখতে পারেন। এত ভালো লেখেন যে লোকে সেসব গল্প বলে বোঝেই না। তো আপনাকে যদি আমরা ১০০ গ্রাম মেটেরিয়াল সাপ্লাই দিই তবে তার থেকে এক কেজি গল্প প্রোডাকশন করতে পারবেন?

সেতো আমি হামেশাই করে থাকি। তবে আমি কিন্তু কাঁঠালপাতায় পেমেন্ট নিই না। বুঝতেই পারছেন, হিউম্যান কারেন্সিতে না থাকলে মানুষ আমাকে বিশ্বাস করবে না। আর আমার গল্পও সত্য সংবাদ এর পাতায় ছাপা হবে না।

ছাগুচিফ বললেন, এইটা আমার পক্ষে কিছু বলা সম্ভব না। আসলে আমিও হিউম্যান কারেন্সি পাই না। এজন্য আমাদের একবার মহামান্য গোয়ার ছাগবাজারে যাওয়া লাগবে। আর ইয়ে স্যার! বলছিলাম যে আপনার যদি হয়ে যায়তো ওনারে আমার ব্যাপারে এট্টু বলে দেবেন? আমিও কাঁঠালপাতার পেমেন্ট পছন্দ করি না। কাঁঠালপাতা খেতে ভালো, কিন্তু তাতেতো হূর বা গেলমান কেনা যায় না।

ডিউক ছাগুলা চোখ টিপে বললেন, সেইটা নির্ভর করবে আপনার সার্ভিসের উপর।

ছাগুচিফ আর কিছু না বলে কোমরের বেল্ট খুলে ফেলে পিছন ফিরে বললেন I am always at your service SIR.

এর পরে যা ঘটল তা ইতিহাসে আগে কখনো ঘটেনি। চিফের সার্ভিসে মারাত্মক খুশি হয়ে ডিউক আর হিউম্যান কারেন্সির কথাই তুললেন না।



14/07/2012

Jupiter Joyprakash

ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত। আর সেও ধ্বংস হোক।
আসমানী কিতাব অনুসারে এটি বলেছেন আল্লা।

আল্লা যখন 'হও' বলেন তখনি তা হয়ে যায়।
আসমানী কিতাব অনুসারে এটিও বলেছেন আল্লা।

এতদ্বারা প্রমাণিত হইল- আসমানী ট্রেন ও প্রায়ই লেট করে।


05/01/2013

Jupiter Joyprakash

আজি এ প্রভাতে রবির কর
আসিয়া পড়িল টাকের পর
কেমনে আসিল ভরা চুল মাঝে
সুয়েজ খালের ফাঁক?
না জানি কেন রে চুল ঝরে ঝরে
মাথায় পড়িছে টাক।

ওরে, মাথায় পড়িল টাক
ওরে, উথলি উঠিছে বারি
চুল হারানোর বিপুল বেদনা
ধরিয়া রাখিতে নারি।

চুলের চিন্তা চুলকাই মাথা
আরো চুল তাতে পড়িছে খসে
তেল মাখি, নাকি শ্যাম্পু লাগাই
গালে দিয়া হাত ভাবি যে বসে।

হেথায় হোথায় পাগলের প্রায়
ঘুরিয়া ঘুরিয়া খুঁজিয়া বেড়াই
কার কাছে যাই? কোথা গেলে পাই
দাবাই চুল পড়ার!

03/02/2013

Jupiter Joyprakash

আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই

এইটি যখন মাইক লাগিয়ে চিল্লানো হয় তখন তো অনেকেরই ধর্মানুভূতি আহত হবার কথা। তাই অবিলম্বে মসজিদে মাইক ব্যবহার বন্ধ করার দাবী জানালাম। আশা করি ধর্মানুভূতির এজেন্টরা একমত হবেন।


26/03/2013

Jupiter Joyprakash

ইতিহাস রিপিট হয়।
একদা নবী মহম্মদ যখন মূর্তিপূজার বিরুদ্ধে তাঁর এক আল্লাহ তত্ব প্রচার শুরু করলেন তখন বেশ কিছু মৌলবাদী মূর্তিপূজক তাঁর পিছনে লেগে গেছিল। এদের হাত থেকে বাঁচার জন্য মহম্মদ কাবাঘরে রাত কাটাতেন। সে সময়ে কাবাঘরে মারামারি নিষেধ ছিল। অবশ্য পরে যখন তিনি অস্ত্র হাতে মক্কা দখল করলেন তখন প্রাণ বাঁচাতে কাবাঘরে আশ্রয় নেওয়া কয়েকজনকে সেখানেই খতম করা হয়। (সত্য সেলুকাস! কি বিচিত্র এই মহামানব!)

মক্কায় মহম্মদের চাচা ছিলেন আবু তালিব। ইনি ছিলেন একজন সম্মানিত মূর্তিপূজক। মহম্মদকে বাঁচানোর জন্য ইনি নিজের ছেলেদের পর্যন্ত মহম্মদের বডিগার্ড নিয়োগ করে দিয়েছিলেন। অবশ্য মহম্মদের ধর্ম অনুসারে এই লোকটি একজন নিকৃষ্ট জীব। (সত্য সেলুকাস!)

মক্কা ত্যাগ করে মহম্মদ যখন মদীনায় গেলেন তখন তিনি দুর্বল সংখ্যালঘু। সব সংখ্যালঘুরাই যা করে তিনিও তাইই করলেন। ধর্মীয় স্বাধীনতাকে অতি গুরুত্বপূর্ণ বলে দাবী করলেন। অবশ্য মক্কা দখল করার পরে তিনি কাবার সমস্ত মূর্তি ভেঙে এবং বিধর্মীদের কাছে জিজিয়া আদায় করে প্রমাণ করেছিলেন ধর্মীয় স্বাধীনতা আসলে কি বস্তু। (সত্য সেলুকাস!)

ভোটের মুখে একদিকে নাস্তিক+ আম পাব্লিক, অন্যদিকে ছাগু+ আম মুসলিম এর মাঝে সংখ্যালঘু হয়ে পড়ায় এখন হাম্বা সরকার বাংলাদেশে মদীনা সনদ নিয়ে এসেছে। এর মধ্যে বুদ্ধিমানের জন্য আছে অনেক নিদর্শন। রাজাকার, নাস্তিক, আমজনতা, সকলের থেকেই গোটাকয়েক করে হাজতে রেখে তিনি বেশ ভালই ব্যালান্স বানিয়েছেন। আজ বার বার আলেকজান্ডার ডেনড্রাইট এর কথা মনে পড়ছে। BAL নিয়ে তেনার স্ট্যাটাস পড়ে প্রায়ই হাসিতামাশা করতাম।


17/04/2013

Jupiter Joyprakash

মূর্তিপূজকেরা হাজার হাজার দেবতায় বিশ্বাসী। মহম্মদ এক দেবতায় বিশ্বাসী বলে তাদের মধ্যে শ্রেষ্ঠ মানব হইছিল। আজ নাস্তিকেরা শুন্য দেবতা আমদানী করে আরো উন্নত মানব হইয়া গ্যাসে।

সেকালে নাকি লোকে গাদা গাদা সাদী করত। মহম্মদ চার সাদীর ফরমান দিয়ে তাদের মধ্যে শ্রেষ্ঠ মানব হৈল। এখন যারা এক সাদী করে, কিম্বা করেই না তারা তবে আরো উন্নত মানব হইয়া গ্যাসে!


27/06/2013

Jupiter Joyprakash

যেই কারণে নাস্তিকেরা বেকুবঃ

আল্লা, বিল্লা, কাঁচকল্লা থেকে শুরু করে যত প্রকারের আসমানী রসোগোল্লা আছেন তাঁরা সকলেই একই মিশন নিয়ে কাজ করেন। তা হল পৃথিবীর সমস্ত মানুষকে ভুলিয়ে-ভালিয়ে তাল্গাচের ছায়াতলে পাঠিয়ে দেওয়া। ঠিক এই রকম করেই এক সময়ে নীলচাষীদের, চা-শ্রমিকদের, রাবার চাষীদের ছাতামাথা বুঝিয়ে যে কাগজ তারা পড়তেই পারে না তাতে টিপসই করিয়ে নেওয়া হত। ধর্মগুলোও একই ভাবে বকে চলেছে "আগে কাগজে টিপ দিতে হবে, তার পর বুঝবে তাতে কি লিখেছে"।

আজকাল সমস্ত তাল্গাচেরও একই বক্তব্যঃ "সব তাল্গাচই তাল্গাচ এবং নিজের তাল্গাচ নিজের কাছে। তবে আমার তাল্গাচ ছাড়া বাকিগুলোতে তাল ফলে না। যদি বা ফলে তো তেতো হয়।"


17/09/2013

Jupiter Joyprakash

গতকাল আমার এক ফেরেন্ড কইল, সে যোগ শিখতে শুরু করসে। চক্ষু বন্দ কইর‍্যা কিসব আসনে বইস্যা কিসব কইর‍্যা নাকি সোজা ঈশ্বরের সাথে কন্ট্যাক্ট মানে যোগ করা যায়। এই নাকি যোগের ডেফিনিশন। অনেক বাবাজী মাতাজীই নাকি এইভাবে যোগ মানে কন্ট্যাক্ট করেন।

শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস নাকি এই রকম ডাইরেক্ট কন্ট্যাক্টে ছিলেন। একেবারে লীজড লাইনে। অন্য দশজন মানুষের সাথে যেভাবে সামনা সামনি কথা কইতেন সেই রকম সরাসরি কন্ট্যাক্ট।

কিন্তু আজব ব্যাপার অন্যখানে। তাঁর যখন গলায় ক্যান্সার হল, ডাক্তার ওষুধ দিলেন আর ফুলকপি খেতে মানা করে দিলেন। পরমহংস তখন কপি তুলে রেখে ঝোলটুকু খেতে লাগলেন। ফলে চিকিৎসায় কাজ হল না। একখানা সাদাসিদে মানুষ অকালে মারা পড়ল।

মানুষ মাত্রেই ভুল করে থাকে। কিন্তু ডাইরেক্ট কন্ট্যাক্টে থেকেও ঈশ্বর যদি তাকে সাবধান না করেন তবে খেটেখুটে তেমন ঈশ্বরের সঙ্গে কন্ট্যাক্ট করে কি লাভ হয় সেইটাই প্রশ্ন।

ঈশ্বর মানবজাতিতে রক্ষা করবেন বলেও আমার তেমন ভরসা হয় না। তেলাপোকা আর এনফিলিস মশা যদি ঈশ্বর ভজনা ছাড়াই এতকাল টিকে থাকে তবে মানুষও পারবে।


23/11/2013

Jupiter Joyprakash

পাকি ছাগু সঙ্গীতঃ-

হারে রেরে রেরে ওদের ছেড়ে দেরে দেরে.....

পাকি সব করে রব ফাঁসি না থামিল....

কে বিদেশী মন উদাসী পরাও ফাঁসি ও গর্দানে.......

যে ফাঁসি হয়ে গেছে তারে কেন থামতে বলো........

শুন্য এ বুকে পাকি মোর, ফিরে আয়! ফিরে আয়!!

একে একে দেখিস যখন পরের ফাঁসি ও পাকি.........


19/12/2013

Jupiter Joyprakash

যে প্রমাণহীন বিশ্বাসে অনুপ্রাণিত হইয়া মানুষ বোকা হওয়াকেই বুদ্ধির কাজ মনে করে, তাহাকে ধর্ম বলা হয়।

23/12/2013

Jupiter Joyprakash

মুহম্মদ নিজে বিধবা বিবাহ করেছিলেন এবং নিজের বিধবাদের বিবাহ নিসিদ্ধ করেছিলেন।

28/12/2013