The Logical Forum

Bengali => Poetry => Topic started by: Jupiter Joyprakash on October 27, 2014, 05:55:37 PM

Title: চাঁদুর দাদুর মাদুর - আর্শোলা, বাদুড়, ইঁদুর।
Post by: Jupiter Joyprakash on October 27, 2014, 05:55:37 PM
ঘরের মাঝে মশা কামড় দিল পায়
চন্দ্রভূষণের দাদুর
সিলিং থেকে এসে মাথায় দিল চাঁটি
চিমশে কেলে এক বাদুড়
দাদুও রাগ করে উঠানে বসলেন
পাতিয়া পুরাতন মাদুর
সুজ্জি মামু হেসে টাকেতে রোদ দিল
মাথা গরম হল দাদুর।

দাদুর টাকে ঘাম গড়িয়ে পড়ে পায়
চোখের চশমা যায় ভিজে
দুহাত তুলে ধরে আকাশে মেলে দেন
মুন্ডু চাপা দেন নিজে
সুবিধা না পাওয়ায় পড়ল জোর ডাক
দুষ্ট পোলাপান চাঁদুর
বেচারা রোদটাকে আটকে দিতে এল
পুরানো ছাতা নিয়ে দাদুর।

দাদুর টাক ঢেকে যেই না ছাতা খোলা
অমনি হয়ে গেল বেচাল
ছাতার মাঝে ছিল তিনটে আরশোলা
ভাবো তো কিরকম ক্যাচাল!
তাদের সাথে সাথে তিড়িং লাফ দিয়ে
বেরিয়ে এল দুই ইঁদুর
দাদুও এক দিকে চাঁদুও একদিকে
রইল পড়ে শুধু মাদুর।