অম্বলে-সম্বরা কাব্য

Started by Jupiter Joyprakash, May 20, 2014, 04:32:20 PM

Previous topic - Next topic

0 Members and 2 Guests are viewing this topic.

Jupiter Joyprakash

অম্বলে সম্বরা যবে দিলা শম্ভুমালী
ওড্র কুলোদ্ভব মহামতি, বঙ্গধামে
নিম্বসিম্বি গ্রামে, মধ্যাহ্ন সময়ে আহা!
তিন্তিড়ি পলান্ডু লঙ্কা সঙ্গে সযতনে
উচ্ছে আর ইক্ষুগুড় করি বিড়ম্বিত
অপূর্ব ব্যাঞ্জন, মরি, রান্ধিয়া সুমতি
প্র-পঞ্চ ফোড়ন দিলা মহা আড়ম্বরে,
আম্বা করি ঢালিলা পুনঃ জাম্বাটি ভরি।
খাব বলি, কহ দেবী তম্বুরাবাদিনী!
কোন্ জাম্বুবান হৈল মুগ্ধ তার ঘ্রাণে
আচম্বিতে? জম্বুদ্বীপ হৈল হরসিত!
কম্বুরবে অম্বুনিধি মহাতম্বী করি
আইলা অম্বল লোভে — লোভী, শম্বুকেরা
কৈল হুড়াহুড়ি জলতলে, জম্বুকেরা
হুক্কাহুয়া ডাকিয়া উঠিল দ্বিপ্রহরে—
দিবাভাগে। জগদম্বা হস্ত বিলম্বিত
শুম্ভ নিশুম্ভের কাটা মুন্ডে শুষ্ক জিভে
এল জল, জগঝম্প বাজিল দেউলে।
সন্ন্যাসী কম্বলাসনে চোখাইয়া মুখ!
বোম্বায়ের আঁটি ফেলি বিম্বৌষ্ঠী দৌড়িলা!
সুদূর শহরে হোথা চেম্বারে চেম্বারে
হাসিল গ্রাম্ভারী যত জজ! লম্বোদরী
হাঁচিলা হিড়িম্বা বনে, শাম্ব দ্বারকায়
গোপাঙ্গনা ভুলিল দম্বল দিতে দৈ-এ
অম্বলের গন্ধে দৈ জমিল আপনি!
কম্বক্তা সম্বরাসুরে না করি বম্বার্ড
দম্ভোলি নিক্ষেপি ইন্দ্র সে অম্বল লোভে
দাম্বাল উলং দুম্বো চাষা ছেলে সাজি
আইলা শম্ভুর দ্বারদেশে! গোষ্ঠে গাভী
কৈল হাম্বারব। হাম্বীর ভাঁজিল গুণী
মনোভুলে পোড়াইয়া অম্বরী তাম্বাকু!
কিম্বদন্তি কয়, চুম্বনে অরুচি হৈল
নবদম্পতির সে অম্বল-গন্ধে মুগ্ধ-
মন। হৈল ভিনিগার বোতলে শ্যাম্পেন
ঈর্ষাবশে। হিংসাভরে রম্ভা হৈল বীচে।
কলম্বোর কুম্ভকর্ণ জাগিল কবরে
মোল্লা দোপিয়াজা দিল্লীধামে, ফুল্লমন
সম্বরা সৌরভে! কৈলাসে স্বনামধন্য
শূলী শম্ভু বাজাইলা আনন্দে ডম্বরু
মালী শম্ভুকৃত অম্বলের গন্ধামোদে,
দিগম্বর ববম্বম বাজাইলা গাল,
পুষ্পবৃষ্টি হইল নীলাম্বরে—জগবন্ধু
সূপকার উড়িয়ার রন্ধন গৌরবে!
গেরাম্ভারি শম্ভুমালী কিন্তু নিজ মনে
কোনোদিকে বিন্দুমাত্র না করি দৃকপাত
জাম্বাটি উজাড় কৈল গাবু গাবু রবে।।


--- সত্যেন্দ্রনাথ দত্ত। ---