ফেসবুক স্ট্যাটাস সমগ্র

Started by Jupiter Joyprakash, August 01, 2014, 04:00:30 AM

Previous topic - Next topic

0 Members and 1 Guest are viewing this topic.

Jupiter Joyprakash

ফেসবুকে যেসব লেখা দিয়েছিলাম তা এখানে কপি রাখা হবে।

Jupiter Joyprakash

ভগবান, গড, আল্লা ইত্যাদির সাথে হাচিনার নামটাও আজ যুক্ত হল। ওনাদের মতন ইনিও দাবী করলেন যে তিনি সবাত্তে বেশি বোঝেন। আর যারা প্রশ্ন তোলে তাদের লাঠিপেটা করেন।

03/07/2011

Jupiter Joyprakash

 মাথা খারাপ প্রশ্ন.


১) লেডি বার্ড দের রাজা কে কি বলা হবে?



২) বাড়ি যখন তৈরী হয় তখন building বলা ঠিক আছে। কিন্তু যখন ভাঙ্গা হয় তখনো কেন বিল্ডিং বলা হবে?



৩)মাছ যখন কাঁদে তখন কি চোখ দিয়ে জল বের হয়?



৪) হারমোনিয়াম এর কি-বোর্ড এ কিছুই লেখা থাকে না তাহলে রিড কেন বলে?



৫) গ্লাস মানে কাচ। তাহলে প্লাস্টিকের গ্লাস মানে কি?

12/08/2011

Jupiter Joyprakash

একদা লুই পাস্তুর নামে এক রসায়নবিদ্যার ছাত্র একটি প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করেছিল। "জিনিস পচে কেন?" সেদিন তার শিক্ষকেরা দুঃখ করেছিলেন এমন বুদ্ধিমান ছাত্র এই ফালতু গবেষণায় সময় নষ্ট করে দেখে।
এই একটি প্রশ্নের উত্তর পাওয়ার ফলে আজ পৃথিবীতে প্রতি বছর যে পরিমাণ জীবন বেঁচে যায়, তা পৃথিবীর সবচেয়ে বড় হত্যাকারীও সারা জীবনে মেরে শেষ করতে পারেনি। যে পরিমাণ খাদ্য সম্পদ রক্ষা পায় তা পৃথিবীর সবচেয়ে বড় দূর্যোগে নষ্ট হওয়া খাদ্যের চেয়ে বেশি।

তাই, ফালতু প্রশ্ন করা বেকুবের কাজ।

Jupiter Joyprakash

একদিন তিন নেতা হেলিকপ্টারে উড়ছিলেন। একজন একটি ১০০ টাকার নোট নিচে ফেলে দিয়ে বললেন,
একজন গরিবের উপকার করলাম।
দ্বিতীয়জন তাই দেখে দুটি ৫০ টাকার নোট নিচে ফেলে দিয়ে বললেন,
আমি দুজন গরিবের উপকার করলাম।
তৃতীয়জন এক টাকার কয়েন ১০ টি ফেলে দিয়ে বললেন,
আমি দশজন গরিবের উপকার করলাম।

পাইলট আর থাকতে না পেরে বললে
আপনারা আমাকে প্যারাস্যুট বেঁধে নিচে ফেলে দিন। সারা দেশের উপকার হবে।

Jupiter Joyprakash

কেউ যদি ১০০ বার গুলি চালিয়ে ১০ থেকে ১২ টি টার্গেট হিট করতে পারে তবে তাকে বন্দুকবাজ বলে মেনে নিতে অবশ্যই সমস্যা আছে।
প্রার্থনার বেলাতেও সাকসেস রেট সেই ১০ থেকে ১২ শতাংশই। সে প্রার্থনা GOD এর কাছেই করা হোক বা DOG এর কাছে।

15/09/2011

Jupiter Joyprakash

যেসব প্রার্থনা সফল হয়ঃ-
১) অমুক ব্যাটা মরুক। (সব ব্যাটাবেটিই একদিন মরবে। সফলতা ১০০%)
২) ইন্ডিয়া পাক ক্রিকেট ম্যাচে ইন্ডিয়া জিতুক। (এর সাথেই পাকিস্তান জিতুক বলেও অনেকে চাইবে। দুটোর একটা সফল হবেই। ১০০%)
৩) অমুক চাকরিটা আমার হোক। (সব প্রার্থীই এমনটা চাইবে। এক জনের বেলায় সফল হবেই। ১০০%)
৪) অমুক দেশ বিশ্বকাপ ক্রিকেট জিতবে। (জেতার মতন দেশ আছে গোটা ছয়েক। ছয়জন জ্যোতিষী আলাদা আলাদা দেশের নাম করলেই একটা মিলে যাবে। ৯৭%)

15/09/2011

Jupiter Joyprakash

মুসলমান কখনো অসময়ে মরে না। মরার সময় হলে তবেই মরে। (বুদ্ধিমান নেতা)

তাই নেতাদের সিকিউরিটির পিছনে টাকা নষ্ট করার দরকার নাই। (বেকুব নাস্তিক)


23/09/2011

Jupiter Joyprakash

প্রাচীন কালে পৃথিবী সমতল ছিল। পরে মানুষের সুবিধার জন্য ঈশ্বর সেটি গোল করে দিয়েছেন। নাস্তিকেরা খুব খারাপ লোক! এই সামান্য ব্যাপারটা ধর্মকেতাবে লিখতে ভুলে যাবার দোষে ঈশ্বরকে 'নাই' করে দেয়।

06/10/2011

Jupiter Joyprakash

আস্তিকদের তুলনায় নাস্তিকেরা চিরকালই বেকুব। কারণ নাস্তিকেরা কোনো প্রশ্নের উত্তর জানা না থাকলে 'জানিনা' বলে স্বীকার করে। আর আস্তিকেরা সেই ক্ষেত্রে গ্যানী উত্তর দেয় - 'ইহা উপরওয়ালা করেন'।
এই পদ্ধতিতে আপনিও পরম জ্ঞানী হতে পারবেন খুব সহজে। যেকোনো প্রশ্নের উত্তরে কেবল বলবেল ' এটি ঈশ্বর করেন।' যেকোনো দাবীর উত্তরে বলুন প্রার্থনা করতে। যেকোনো বিফলতার কারণ হিসাবে বলুন 'ঈমানে কমতি আছে'।

প্রমাণ চাইলে বলবেন আপনি এসব স্বপ্নে জেনেছেন। আপনার স্বপ্নের উপর কোনো প্রশ্ন তুললে টেনে এক থাবড়া দেবেন। সেই ক্ষমতা না থাকলে যত পারেন আজগুবি ভয় দেখাবেন। ভয় দেখিয়ে কাজ না হলে তার সাথে কথা বলাই বন্ধ করে দিন। বাকিদের বোঝান যে আজগুবি কথায় ভয় না পাওয়া পাগলের লক্ষন।

04/11/2011

Jupiter Joyprakash

ভগবান, গড, আল্লা (সংক্ষেপে ভগা) সমস্ত কিছু জানেন। তার পরেও তিনি মানুষকে কয়েক হাজার বছর ধরে পরীক্ষা করেই চলেছেন। সেই পরীক্ষা কবে শেষ হবে তার কোনো হদিশ পাওয়া যায় না।
যিনি সমস্ত কিছু যানেন তিনিই যদি এমন করেন তবে আমার মতন বেকুব নাস্তিক দুটো প্রশ্ন করলে কিম্বা কোনো একটা কিছুকে পরীক্ষা করে দেখতে চাইলে ভগার চামচা-রা ক্ষ্যাপে কেন? ভন্ডামি ধরা পড়ে যাবে বলে???


06/11/2011

Jupiter Joyprakash

আজ যদি আপনাকে বিনা দোষে পুলিশে ধরে পিটানি দেয় তবে সরকারকে ধন্যবাদ দিন। অন্তত বিনাদোষে গুলি তো করে নাই।

অবাক লাগছে? তবে ধর্মের বাণী শুনেন-
আমি এক বেলা ভাত পাই না সেজন্য ঈশ্বরকে ধন্যবাদ। সোমালিয়ার মতন না খেয়ে তো মরি না।


12/11/2011

Jupiter Joyprakash

নিয়মিত বাঁশ খেয়ে আজকাল আল্লার মুমিন বান্দারা বলতে শুরু করেছে যে অন্যের বিশ্বাসে আঘাত দেওয়া বেজায় খারাপ কাজ। তবে মহা-উন্মাদ যখন কাবার মূর্তিগুলো ভেঙেছিল তখন মোটেই খারাপ কাজ করেনাই। কারণ সে উন্মাদ হলেও নাস্তিক ছিল না।

18/11/2011

Jupiter Joyprakash

শয়তান যখন আল্লাকে প্রশ্ন করেছিল যে আদম কোন হিসাবে ফেরেস্তাদের চেয়ে উন্নত তখন আল্লা তার কোনো উত্তর না দিয়েই তাকে স্বর্গ থেকে বের করে দিয়েছিলেন। সেদিন থেকেই শয়তান আদমের শত্রু।

তার পর থেকে মানুষকে শয়তানের থেকে দূরে রাখার জন্য আল্লা ক্রমাগত হুমকি ধমকি সমেত উপদেশ দিয়ে চলেছেন। সেই উপদেশ না শুনলে নরকের আগুনে পোড়াবেন।

এর চাইতে কি শয়তানের এই একটি প্রশ্নের উত্তর দিয়ে তাকে শান্ত করা বেশি কঠিন ছিল? মানুষের জন্য হাজার হাজার সহজ উপদেশ আর কঠিন শাস্তির ফিরিস্তি না দিয়ে যদি শয়তানের এই একটি প্রশ্নের উত্তর সহজ করে দেওয়া যেত, কিম্বা তাকেই কঠিন শাস্তির হুমকি দেওয়া হত তবে তো অনেক সুবিধা ছিল।
-------------
গাঁজা গল্প ততদিনই লোকে বিশ্বাস করে যতদিন প্রশ্ন করতে না শেখে।


19/11/2011

Jupiter Joyprakash

মহা উন্মাদ কোরানের বাণী পেতেন বিভিন্ন ভাবে যেমন
১) স্বপ্নে।
২) অজ্ঞান অবস্থায়।
৩) পর্দার আড়াল থেকে কথা।
৪) ফেরেস্তা এসে সজ্ঞানে বলে যেত। (৬০০ ডানাওয়ালা জিব্রাইল সাত আসমান পার হয়ে কিভাবে আসত তা আল্লাই ভালো জানেন।)

এইভাবে পাওয়া কথাগুলি নিয়ে কোরান তৈরী হয়েছে। কিন্তু মেরাজে গিয়ে সরাসরি আল্লার কাছ থেকে পাওয়া কথাগুলি কোরানে না থাকার কারণ কি?

20/11/2011