Main Menu

নীরবতা

Started by Jupiter Joyprakash, July 27, 2014, 08:00:21 PM

Previous topic - Next topic

0 Members and 1 Guest are viewing this topic.

Jupiter Joyprakash

নীরবতা


আকাশে নীলিমায়
মেঘেরা ভেসে যায়
পাখিরা সুরে গায় কত কথা।
আমার এই কানে
কেন যে সেই গানে
কেবলি বয়ে আনে নীরবতা।।

দিনের আলো ছায়া
রাতের মোহ মায়া
চাঁদের ক্ষয়ে যাওয়া দিনে দিন।
সূর্য জ্বলে ওঠা
সাঁঝের তারা ফোটা
আশার পিছে ছোটা আশা হীন।।

এখনো প্রতিরাতে
স্বপ্ন নিয়ে সাথে
আঁধারে রাখি পেতে আঁখিপাতা।
মাটির বুক থেকে
যদি সে যায় ডেকে
কখনো দূরে রেখে নীরবতা।।

যখন হবে ভোর
তখনি ঘুমঘোর
আসিবে ছেয়ে মোর এ নয়নে।
ফুরাবে জেগে থাকা
দুচোখ খোলা রাখা
তবু স্বপন দেখা মনে মনে।।

তাই আলোর গানে
পাখির কলতানে
জাগে না এই প্রাণে কোনো কথা।
এত যে তাল লয়
জগত জুড়ে বয়
সকলি মনে হয় নীরবতা।।