The Logical Forum

Bengali => Poetry => Topic started by: Jupiter Joyprakash on August 16, 2014, 08:17:19 PM

Title: ফ্ল্যাট
Post by: Jupiter Joyprakash on August 16, 2014, 08:17:19 PM
 
ফ্ল্যাট


ইঁটের উপর ইঁট সাজিয়ে ভেবেছিলাম বানাব ফ্ল্যাট বাড়ি
সিমেন্ট বালি থাকবে না একদম।
তক্তা দিয়ে ছাদ বানাব, কাজটা হবে অনেক তাড়াতাড়ি
খরচ তাতে লাগবে অনেক কম।।
হফতা খানেক চেষ্টা করে মনের মত প্ল্যান বানালাম নিজে
নষ্ট করে কাগজ কয়েক তাড়া।
একলা খেটে ইঁট সাজালাম দুপুর রোদে ঘামের স্রোতে ভিজে
দুহাত জুড়ে গজিয়ে গেল কড়া।।
এমনি করে সন্ধে নাগাদ বানিয়ে নিয়ে প্রথম তলা বাড়ি
আরাম করে ঘুমিয়ে সারা রাত।
ভোর না হতে ছাত বানাতে তক্তা নিয়ে এলাম তাড়াতাড়ি
বাড়ি তখন হয়েছে চিতপাত।।
জানি জানি এসব শুনে সবার মনে জেগেছে সংশয়
ভাবছ আমি গাঁজাখোরের চেলা।
কিন্তু এসব ভোরের বেলা স্বপ্নে দেখা, মিথ্যে মোটেই নয়
সত্যিও ঠিক যায়না বটে বলা।।
লক্ষ টাকার স্বপন দেখি ছেঁড়া কাঁথার উপর বডি ফেলে
মাথার কাছে উলটে রেখে হাঁড়ি।
ইচ্ছে আছে আমার সাথে অংশীদারী ব্যবসাতে কেউ এলে
সত্যি করেই বানাব সেই বাড়ি।।