The Logical Forum

Bengali => Poetry => Topic started by: Jupiter Joyprakash on October 27, 2014, 06:16:09 PM

Title: গান
Post by: Jupiter Joyprakash on October 27, 2014, 06:16:09 PM
গান ( উৎসর্গ - ফ্লোরা )
**************
নামিলো নয়নে বেদম ঘুম-ঘোর।
আহাঃ নামিলো নয়নে-এ এ এ
নামিলো নয়নে বেদম ঘুম-ঘোর।

যত জোর, যত জোর জোর জোর
ডাকাডাকি করো যত জোর
ঘরেতে আসে যদি চোর
কিছুতে জাগিব না আমি
না হলে বিভাবরী ভোর।। (ঘুমঘোর)

এত কেন ডাকাডাকি তোর!
আকাশে গলা তুলে শোর
সকালে এ এ এ এ এ  এ এ এ
সকালে দেখা দিতে এলে
আপনি খোলা পাবি দোর।। ঘুমঘোর,
নামিলো নয়নে বেদম ঘুম-ঘোর।

বাহিরেই ঘোরা ঘুরি কর
দুয়ারে মাথা ঠুকে মর
যদি না, ওরে য দি নাআআআআ
যদিনা ধরে কেহ এসে,
যদি না বলে কেহ চোর।। ঘুমঘোর,
নামিলো নয়নে বেদম ঘুম-ঘোর।