Main Menu

Facebook collection

Started by আব্দুর রাজ্জাক, April 06, 2015, 05:50:37 AM

Previous topic - Next topic

0 Members and 1 Guest are viewing this topic.

গ্রন্থকীট রাজন
29 mins ·

নিচের এই সুদীর্ঘ লেখাটি পড়ার আগে নিজেকে প্রস্তুত করে নিন। আমার ইনবক্সে কয়েকদিন পর পর "মহান আল্লাহ ও রাসুল (সাঃ ) কর্তৃক মনোনীত দেশ- জাতির 'প্রধান কল্যাণ কামী মোঃ মোস্তাফিজ," সাহেব নাজিল করেন। সবকিছুই ঠিক আছে, শুধু তার মাঝে চৌদ্দশ বছর আগের এক রোগ আছে,যে কারণে নিজেকে ঐশী নির্দেশপ্রাপ্ত মনে করেন। tongue emoticon একবার বলেওছিলাম মাথায় সমস্যা আছে কি না,উত্তরে আবার নিচের লেখা নাজিল করেন। tongue emoticon

Mostafijur Rahman Commila

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
প্রতি ঃ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ভায়া ঃ সম্মানিত দেশবাসী।
হ ইতে ঃ মহান আল্লাহ ও রাসুল (সাঃ ) কর্তৃক মনোনীত দেশ- জাতির 'প্রধান কল্যাণ কামী মোঃ মোস্তাফিজ,' আমি সে মোস্তাফিজ, যে এক টাকা মূল্য দিয়ে ও দেশের প্রধানমন্ত্রী পদটি কিনবনা, (দেশের প্রধানমন্ত্রী নামক প্রতিষ্ঠানটির প্রতি যথাযথ সম্মান রেখেই কথাটি বলছি।) দেশ-জাতির কল্যাণে কাজ করে মহান আল্লাহর সন্তুস্টি অর্জন করাই আমার একমাত্র উদ্দেশ্য।
বিষয়ঃ
৫২ দিনে ১০১ জন মানুষ হত্যা,., দেশের 'এক লক্ষ বিশ হাজার কোটি
টাকার' আর্থিক ক্ষতির বিষয়ে...দৃষ্টিআকর্ষনার্থে-


আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। মাননীয় নেতৃবৃন্দ, যথাযথ সম্মানের সাথে বলছি- মাননীয় প্রধানমন্ত্রী ২৫/০২/২০১৫- এ জাতীয় সংসদকে জানিয়েছেন- ০৫/০১/২০১৫ থেকে শুরু হওয়া হরতাল-অবরোধের ৫২ দিনে (২৫/০২/'১৫ পর্যন্ত) ১০১ জন মানুষ মারা গেছে, .... দেশের আর্থিক ক্ষতির পরিমান 'এক লক্ষ বিশ হাজার কোটি টাকার ও বেশি'. ( হিসাবটি এসেছে দেশের 'সর্বোচ্ছ পর্যায় থেকে', দেশের ৩ বিভাগের ২ টির ই যিনি প্রধান, দেশে যার মতো ক্ষমতাধর দ্বিতীয় কেউ নেই, যে হিসাব বিশ্বাসের-গ্রহনযোগ্যতার বিষয় নিয়ে কোন দ্বিধা-ডকুমেন্টের প্রয়োজন নেই, সে হিসাবে দেখা যায়, প্রতি দিন গড়ে এ দেশে ২ জন 'সম্মানিত নিরপরাদ' মানুষ মারা গেছে/ যাচ্ছে, আর দেশের প্রতিদিন আর্থিক ক্ষতি হচ্ছে প্রায় 'দুই হাজার চারশ কোটি টাকা'....)
মাননীয় নেতৃবৃন্দ, মরহূম জনাব শেখ মুজিবুর রহমান ও জনাব জিয়াউর রহমান কে 'সংগত কারণে' এ দেশের মানুষ ভালবাসত বলে তাদের উত্তরাধিকারী হিসাবে পরবর্তীতে অনধ্ব ভাবে সে ভালবাসা বেসে আসছে আপনাদেরকে। সে ভালবাসার প্রতিদান কি দিয়েছেন-দিতে পেরেছেন- পাচ্ছে, সেটা দাতা-গ্রহীতা সবার ই হিসাব আছে। যেহেতু 'বিষয়টি' জাতীয় তথা বড় ধরনের বিষয়, তাই ভবিষ্যতে পট-পরিবর্তনের পর এ দেশ-জাতির ইতিহাস 'প্রকৃতভাবে' নতুন করে যখন লেখা হবে, সেখানে আপনাদের ২ জনকে যুগযুগ ধরে ভালবাসায় এ দেশ-জাতিকে কি দিয়েছেন-নিয়েছেন, পেয়েছে- পাচ্ছে সব কিছু 'যথাযথভাবে' সে ইতিহাসে স্থান পাবে। আর সে ইতিহাসের স্থায়ীত্বকাল হবে এ পৃথীবি ধংসের পুর্ব সময় পর্যন্ত। মাননীয় নেতৃবৃন্দ, ছোট এ দেশের কোটি কোটি মানুষের কল্যাণ নিশ্চিত করার জন্য বিশ্ব জাহানের 'রব', যে মিশন বাস্তবায়নের কাজ আমাকে দিয়ে শুরু
করিয়েছেন, সময়ে যে মিশনের কাজ তিনি তার 'কুদরতী শক্তিবলে' সমাপ্তি
করাবেন... আর যথাসময়ে সে 'প্রকৃত' ইতিহাস ও লেখা হবে ইন শা আল্লাহ।

মাননীয় নেতৃবৃন্দ, দেশের প্রধানমন্ত্রী ২৫/২/'১৫ ইং এ জাতীয় সংসদকে ৫২ দিনে দেশে ১০১ জন নিরপরাধ মানুষকে হত্যা (যা কিছুতে ই মেনে নেবার মত নয়.. ) দেশের 'এক লক্ষ বিশ হাজার কোটি টাকা' র আর্থিক ক্ষতির যে 'অকাত্য' হিসাবটি অবলীলায় জানিয়েছেন, এ ক্ষতির দায় সম্পুর্ণ আপনাদের ২ জনের, জাতির নয়। আজ যদি দেশে প্রাকৃতিক দুর্যোগ বা দেশে বহিঃশত্রুর আক্রমন ঘটে এ ক্ষতি হত, তা জাতি মাথা পেতে মেনে নিতে বাধ্য হতো। ব্যাপারটাতো তা নয়। বিভিন্ন 'যুক্তি' দেখিয়ে এটা হল আপনাদের রাষ্ট্র ক্ষমতায় থাকা আর রাষ্ট্র ক্ষমতায় যাবার জন্য এ হরতাল-অবরোধ মোকাবেলা করা, হরতাল- অবরোধ ঘোষণা করা। এটা হলো আপনাদের রাষ্ট্র ক্ষমতা ধরে রাখা আর রাষ্ট্র ক্ষমতায় যাবার নির্লজ্জ চেষ্টায় এ হরতাল-অবরোধের বিরুদ্বে আর পক্ষে অবস্থান নেয়ার কারণ, অন্য কিছু নয়। আপনারা উভয়ে 'নিজেদের ব্যাক্তিগত' স্বার্থে হরতাল-অবরোধ নামক নিকৃষ্ট অস্ত্রের বিপক্ষে-পক্ষে
অবস্থান নেয়ায় ৫২ দিনে দেশের ১০১ জন নিরপরাধ মানুষ খুন আর দেশের এক লক্ষ বিশ হাজার কোটি টাকার ও বেশী আর্থিক ক্ষতি হয়েছে,.. সে হারে, যে ক্ষতি পুর্বে হয়েছে-এখনো চলছে, সমুদয় ক্ষতির জন্য আপনারা উভয়ে ই দায়ী.... আল্লাহর কসম করে বলছি- নিজেদের ব্যাক্তিগত স্বার্থে (.... শুধু রাষ্ট্র ক্ষমতার জন্য ) দেশ-জাতিকে জিম্মি করে যে ক্ষতি আপনারা করেছেন-করছেন, এ ক্ষতির জন্য আগামীতে আপনাদের ২ জনকে , আপনাদের এ সব অপকর্মের সহযোগীদের সকলকে এর জন্য বিচারের মুখোমুখী হতে হবে। এখন হয়ত সময়ের কারনে কিছু করা যাচ্ছেনা, বিষয়টি তের পাচ্ছেন্না........ রাজনীতিতে আসার সুযোগ পেয়ে, সে সুযোগের 'সর্বোচ্ছ অপব্যাবহার' আপনারা করেছেন, নিঃসন্দেহে তা বলা যায়। দেশে গণতন্ত্র-মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা, দেশের 'উন্নয়নের' নামে বিভিন্ন আপ্ত বাক্য আওড়িয়ে। দেশ-জাতির চরম ক্ষতির মরন নেশায় আপনারা উভয়ে যেভাবে মত্ত রয়েছেন, দয়া করে এতে ক্ষ্যন্ত
দিন। এ বছরের প্রথম ৫২ দিনে এ দেশের নিরপরাধ মানুষ হত্যা, আর্থিক ক্ষতির হিসাব থেকে ই বুঝা যায়, আপনারা ২ জনে রাজনীতির বিগত সময়ে এ দেশ-জাতির 'কত বেশী ক্ষতি'
করেছেন।
আপনারা মুসলমান হিসাবে আপনাদের প্রতি
সবিনয়ে আহবান থাকবে সময় থাকতে মহান আল্লাহর কাছে নিজের জন্য-নিজেদের সন্তান্দের জন্য ক্ষমা ছেয়ে নিন। সময় খুব কম। মাননীয় নেতৃবৃন্দ, পরিশেষে আপনাদের সু-স্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করে এবং সালাম জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।
কাইন্ডলী লেখাটি পড়ে ও বুঝে অন্যদের জানতে দিতে শেয়ার করতে অনুরোধ র ইল।
Chat conversation end