Main Menu

Recent posts

#1
Poetry / Re: নান্টু ঘটক Nantu Ghatak
Last post by Jupiter Joyprakash - September 08, 2022, 05:02:30 AM
#নান্টুঘটক ৯ হাফসা বিবির বিবাহ
-----------------
মদিনার অধিবাসী --- সকলে রয়েছে খুশি
মহাবদ শুধু একা অতিশয় চুপ
নান্টু ঘটক বুড়ো --- আরবে সবার খুড়ো
চিন্তায় বোতল টানে দেখে এইরূপ।
পেয়ালা লইয়া হাতে --- বসাইয়া একসাথে
কানেকানে চুপিচুপি শুধায় কারণ
বলো হে ভাইপো আজ --- ভুল হল কোন কাজ
আনন্দে থাকিতে তব কিসের বারণ?
কয়েক পেয়ালা খেয়ে --- মহাবদ ওঠে গেয়ে
যতগুলি আছে বিবি, মুখ বুজে রহে।
সকলে হূরের মতো --- দেয়-নেয় অবিরত
মুখপানে চেয়ে কেহ কথা নাহি কহে।
সংসারে সমতা নাহি --- প্রাণ করে ত্রাহি ত্রাহি
স্বর্গে নাকি বেঁচে আছি বুঝি না যে হায়।
আমার তেজের মত --- একটিও যদি হত
তেমন বিবির খোঁজ পাওয়া নাহি যায়।

নান্টু কহিল মিয়া --- ছাড়ো কথা প্যাচানিয়া
হাড়ে যদি দম থাকে বলো সোজাসুজি
সামলাতে পারো যদি --- দিতে পারি দশ শাদি
আগে থেকে করা আছে সব খোঁজাখুঁজি।
কেবল তোমার জন্যে --- এনে দেবো সেই কন্যে
যাহার তেজের ভয়ে কাঁপে মহাবীর
তার এক দৃষ্টিপাতে --- সূর্য ওঠে মধ্যরাতে
ছাগলের পেটে দুধ হয়ে যায় ক্ষীর।
আকাশে চাহিলে ডরে --- নক্ষত্র খসিয়া পড়ে
জোরে যদি শ্বাস ফেলে উঠে মরুঝড়
ধমক শুনিলে যার --- দিনে নামে অন্ধকার
কবরে লাশের বুক করে ধড়ফড়
প্রথম খসম তার --- সদ্যই হয়েছে পার
সেই থেকে একা রয় মনে নাহি সুখ
বয়স উনিশ মাত্র --- খুঁজেছি নতুন পাত্র
ভয়ে রাজী হয়নাই কোনো উজবুক।
খালি হাতে কাটে মাথা --- ধারালো মুখের কথা
সোলেমানী তলোয়ার যেন খাপখোল্লা
রাগিয়া যদি সে ওঠে --- সাগরে সুনামি ছোটে
যেনতেন মেয়ে নয় আগুনেরই গোল্লা।
#2
Poetry / Re: নান্টু ঘটক Nantu Ghatak
Last post by Jupiter Joyprakash - June 20, 2022, 12:22:13 PM
#নান্টুঘটক ৮
গরিবের মাতা জয়নব বিনতে খুযায়মা।
------------------------------------------------
মক্কা ছাড়িয়া হায় --- বাস করে মদিনায়
মহাবদ নাহি পায় মনে কোনো সুখ
এমন বারতা জেনে --- কয়েক পেয়ালা টেনে
নান্টু ঘটক এসে দেখাইল মুখ।
বিকাশ করিয়া দাঁত --- আকাশে তুলিয়া হাত
স্বাগত জানায় তাকে মহাবদ এসে
নান্টু হাসিয়া বলে --- সমস্যা কী কহো খুলে
খরচ করিলে সবই হয় এই দেশে।
এমন ভরসা পেয়ে --- মহাবদ ওঠে গেয়ে
আমারে দিয়েছে প্রভু সমস্ত পৃথিবী
তাঁহার কৃপাতে হায় --- সবই ভালো দুনিয়ায়
সমস্যা কেবল ঘরে দুটিমাত্র বিবি।
একটি নেহাতই শিশু --- বিছানাতে করে হিসু
অন্য যেটি আছে তাহা রীতিমতো বুড়ো
কোনোটি কাজের নয় --- নিজে রেঁধে খেতে হয়
আরো কত দুখে আছি বুঝেছ তো খুড়ো?
---------------------------
বুঝেছ তো খুড়ো?
-----------------------------
বুঝেছ তো?
---------------------------
নান্টু কহিল ভেবে --- বুদ্ধি দিলে কি নেবে?
যতদিন বড় হয় ছোটো বিবিজান
এনে দেবো সেই কন্যে --- যাহারে পাবার জন্যে
অর্ধেক আরব জাতি দিতে পারে প্রাণ।
তাহারে করিতে খুশি --- খাটুনি অনেক বেশি
বয়স তিরিশ থেকে কিছুমাস কম
চারটি খসম ছেড়ে --- আজকাল একা ঘোরে
শাদির বায়না আজও আসে হরদম।
লাভ ক্ষতি নাহি জানে --- অসীম করুণা প্রাণে
গরীব দুঃখীর তরে খোলা হাত দুটি
ছিল যবে শুভদিন --- বাগদাদ রোম চীন
তাহার দুয়ারে বসে খেয়ে যেত রুটি।
যদিও সে দিন গেছে --- তবুও তাহারই কাছে
আপদে বিপদে লোকে আজও পাতে ঝোলা
এখনও তাহার দোরে --- শত লোকে বাটি ধরে
যেনতেন মেয়ে নয় আগুনেরই গোলা।
#3
Poetry / Re: নান্টু ঘটক Nantu Ghatak
Last post by Jupiter Joyprakash - May 18, 2022, 05:32:14 PM
সাওদা বিবির বিবাহ

বাগানে খেজুর তলে
বালিশ লইয়া কোলে
পড়িতেছে ঘুমে ঢলে
নান্টু ঘটক।
হেনকালে কী আপদ
ভাইপো সে মহাবদ
তুলিয়া মাঝের পদ
নাড়ায় ফটক।।

লম্বিত করিয়া ঘাড়
মাথাখানি তুলে তার
দেওয়াল করিয়া পার
তাকায় ভিতরে।
যদিও কেতাবে লেখে
পাঁচিলের পাশে বেঁকে
পরগৃহে চেয়ে দেখে
কেবল ইতরে।।

নান্টু কহিল মিয়া,
ছাড়ো কথা পেঁচানিয়া
আধখানি ঘুম দিয়া
আসিলাম ছুটে।
কথাটুকু শুনে নিয়ে
পড়িব আবার শুয়ে
সংক্ষেপে বারতা কয়ে
দ্রুত যাও ফুটে।।

এমন ভরসা পেয়ে
মহাবদ ওঠে গেয়ে
সদ্য বিবিহারা হয়ে
রয়েছি মরিয়া।
খাদিজা বিবির পর
কীবা আছে মনোহর
সংসার সুখের মোর
হবে কী করিয়া??

নান্টু কহিল ভেবে
বুদ্ধি দিলে কি নেবে?
রয়েছে এখন জেবে
বহু টাকাকড়ি।
পঞ্চাশ করেছ পার
অর্ধেক বয়স যার
সেরকম বিবি আর
নয় বাড়াবাড়ি।।

শুয়ে পড়ো চেয়ে শুন্যে
এনে দেবো সেই কন্যে
কেবল আমার জন্যে
জেব রাখো খোল্লা
রেশমে ঢাকিয়া গাত্র
শিরে ধরো স্বর্ণছত্র
তবে তুমি যোগ্যপাত্র,
আগুনের গোল্লা।।
#4
কাছিম কাহিনী। সুদ হারাম।।
-----------------------


দামড়া কাছিম ধর্ম নিয়ে খুব খোঁচায়
ছাড়তে হল জন্মভূমি মক্কা যে
তাই মদীনায় পরের খেয়ে প্রাণ বাঁচায়
খোদার দয়ায় পকেট তাহার ফক্কা যে


কাছিম ছিল বেজায় মনোকষ্টেতে
যুদ্ধ করে দেশ দখলের খুব খোয়াব
দেরি কেবল মস্ত সেনার দল পেতে
অস্ত্র পেলেই উঠবে বেড়ে ঠিক রোয়াব


তাইত কাছিম ঋণ করে যায় সবখানে
সত্তর গুণ সুদ দেবে তার আল্লাতে
ফেরেস্তারা হিসাব কিতাব সব জানে
ভুল হবেনা তাদের দাঁড়িপাল্লাতে


ঋণের টাকায় জোগাড় করে সৈন্যদল
করল কাছিম অনেকগুলি যুদ্ধ যে
জায়গাজমি তঙ্কা এবং দেশ দখল
দাস বানালো মানুষগুলো শুদ্ধ যে


এমনি করে হৈল কাছিম মস্ত লোক
কিন্তু তাহার ঋণের কোনো অন্ত নেই
যুদ্ধ জিতেও কাছিম করে দুঃখশোক
পাওনাদারের তাড়ায় জীবন শান্ত নেই।


বল্ল কাছিম "আল্লা এবার সামলা রে
এমন করে দ্বীন চালানো হয়না আর
পড়লে ধরা, খেতেই হবে মামলা রে
সুদ মিটিয়ে ফকির হওয়া সয়না আর"


আল্লা তখন বল্ল হেসে "কর আরাম
বকরি কেটে আয়েশ করে ধর বোতল
এখন থেকে সুদের টাকা সব হারাম
সুদ চাইলেই আমার নামে কর কোতল।"
#8
General / Ukase tight-fisted issue medic...
Last post by Anthurcece - April 28, 2019, 05:25:50 AM
statement of purpose writing service
phd thesis defense

where to buy cbd oil
best cbd oil

cbd vape juice
cbd vape pen

best cbd oil
cannabis oil

cialis over counter
cialis walmart

viagra generic
viagra generic

cbd oil benefits
buy cbd oil

buy college paper online
thesis research proposal
#10
General / проститутки санкт петербурга в...
Last post by homtretced - December 04, 2018, 02:14:17 PM
съем русских проституток
шлюхи на дом челябинск
проститутки каменца-подольского
выезд проститутки пражская
http://nycweixin.com/home.php?mod=space&uid=115131