The Logical Forum

Bengali => Story => Topic started by: Jupiter Joyprakash on May 03, 2013, 04:51:17 PM

Title: প্রার্থনার শক্তি (Power of the prayer)
Post by: Jupiter Joyprakash on May 03, 2013, 04:51:17 PM
প্রার্থনার শক্তি
[/size]
সকলেই কোনো না কোনো সময়ে প্রার্থনা সফল হতে দেখেছেন। যাঁরা দেখেন নি তাঁরা অন্যদের কাছে শুনেছেন যে প্রার্থনায় চাকরী হয়, মামলা জেতা যায়, মনের মত বৌ মেলে, ইত্যাদি ইত্যাদি। আজ আলোচনা করব কিছু প্রার্থনার সফল হবার সম্ভাবনা নিয়ে।


১) অমুক ব্যাটা মরুক, মরুক, মরুক।
সকলেই একদিন মরবে। কাজেই এই প্রার্থনা সফল হবার সম্ভাবনা ১০০%।

২)অথবা, রহিম করিমের মামলায় যেন করিম জিতে যায়।
অথবা ইন্ডিয়া পাকিস্তান ক্রিকেটে যেন ইন্ডিয়া জেতে।
মজার ব্যাপার হল আপনি এই প্রার্থনা করলে অন্য কেউ ঠিক এর উল্টোটা চাইবেই। কাজেই আপনার আর তার, দুজনের মধ্যে একজনের প্রার্থনা কবুল হবেই হবে। সফলতার সম্ভাবনা ১০০%

৩) অমুক পদের চাকরিটা যেন আমি পাই। অমুক মেয়েটা যেন আমাকেই বিয়ে করে। ইত্যাদি
যারাই এই তালে থাকে তারা সবাই যদি এমন প্রার্থনা করে তবেই হয়েছে। একজন কারো প্রার্থনা সফল হবেই হবে। সফলতার হার ১০০%

৪) আমার বৌয়ের ব্যাটা হোক।
ব্যাটা কিম্বা বেটির একটা তো হবেই। সফলতার হার ৫০%। অতি বিরল ক্ষেত্রে অন্য কিছু হতে পারে।

৫) আমার ডানা গজাক
সফলতার হার নির্ভর করে আপনার বিশ্বাসের উপর। জ্ঞানী ব্যক্তিরা বলেন যে বিশ্বাসে মিলায় পাঙ্খা, তর্কে বহুদুর।


আশা করি যাঁরা নিয়মিত প্রার্থনা করে করে বিফল হওয়ায় ঈমান হারাতে বসেছেন তাঁরা এই লেখা পড়ে প্রার্থনার শক্তি সম্পর্কে বিশ্বাস ফিরে পাবেন। যদি আগ্রহী কেউ আরো বেশি নিদর্শন পেতে চান তবে অবশ্যই পাবেন।